গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় জামায়াত নেতা নজরুল ইসলাম নজিরকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ইউএনবি জানিয়েছে, শনিবার গভীর রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে। তিনি গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামী অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। রাতে তিনি আর বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনরা ধারণা করছেন, বিকাশ লেনদেন ও নগদ টাকা সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।