ভারত-পাকিস্তানের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ক্রিকেটে যেন হঠাৎ ব্রেক লেগেছে। আইপিএল বন্ধ, পিএসএলও থেমে গেছে। ঠিক এই সময়েই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) চুপিসারে প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে—চলতি বছরের সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলো ইংল্যান্ডেই আয়োজন করা যেতে পারে।
ভারতের ধর্মশালায় বৃহস্পতিবারের ম্যাচে মাঝপথে খেলা বন্ধ হয়। কারণ? স্টেডিয়ামের পাশের সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা, বন্ধ হয়ে যায় ফ্লাডলাইটও। দর্শকদের তাড়াহুড়ো করে বের করে দেওয়া হয়, খেলোয়াড়দের তুলে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়—সব মিলিয়ে রীতিমতো আতঙ্ক।
এই অবস্থায় ১২টা গ্রুপ ম্যাচ আর ৪টা প্লে-অফ কীভাবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। বিসিসিআই বলছে, “সপ্তাহখানেকের জন্য আইপিএল স্থগিত,” কিন্তু বিদেশি খেলোয়াড়রা দেশ ছাড়তে শুরু করেছেন। ফলে টুর্নামেন্ট ভারতে শেষ হওয়া কার্যত অসম্ভব।
ইংল্যান্ড আগেও আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিল, কোভিডের সময়। তখন যদিও আয়োজন হয় আমিরাতে। এবার আবার ECB এগিয়ে এসেছে—তবে এখনো কোনো চূড়ান্ত আলোচনা শুরু হয়নি।
এদিকে পাকিস্তানের প্রস্তাবিত ম্যাচগুলো আমিরাতে আয়োজনের কথা থাকলেও, রাজনৈতিক কারণে সংযুক্ত আরব আমিরাতও পিছু হটেছে। ফলে PSL পুরোপুরি স্থগিত করা হয়েছে। এখন আইপিএলের ভবিষ্যত কোথায়—ভারত, ইংল্যান্ড, না অন্য কোথাও—তা সময়ই বলবে।