৯৭৭ প্রতিষ্ঠানের নাম হয়েছিল হাসিনা ও পরিবারের নামে

টাইমস রিপোর্ট
2 Min Read

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রতিষ্ঠিত দেশের ৯৭৭ অবকাঠামো, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

ওই সময়ে দেশের ৯৭৭টি অবকাঠামো, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও দলটির রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো তালিকায় দেখা যায়, ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে ৮০৮টির নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট ১৬৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।

এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৪টি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭টি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২০টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৪টি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ৫টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৫টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৫টি, সেতু বিভাগের ২৫টি, রেলপথ মন্ত্রণালয়ের ৭টি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৫৯টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৭টি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৩টি অবকাঠামো ও স্থাপনার নাম বদলেছে।

এ তালিকা থেকে দেখা যায়, পরিবর্তন করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২টি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩টি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের ৪৯টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২টি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১১টি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৬টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৮৪টি, আইন ও বিচার বিভাগের ১টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০৫টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৭টি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি, জননিরাপত্তা বিভাগের ৪টি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

এদিকে, তালিকায় আসা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮১টির নাম পরিবর্তন হয়েছে। এছাড়া নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৫টির মধ্যে ১৩টি, জননিরাপত্তা বিভাগের ৬টির মধ্যে ২টি এবং স্থানীয় সরকার বিভাগের ৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *