‘সোলজার’ হয়ে আসছেন শাকিব খান

টাইমস রিপোর্ট
2 Min Read
শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিব খান বিশেষ বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে অভিনয় করছেন—এমন খবর অনেকদিন ধরেই বাজারে। বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত ছবিটির নাম এতদিন জানা যায়নি। তবে এবার শাকিব খান নিজেই জানালেন ছবিটির নাম—‘সোলজার’।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে এবং আসছে ডিসেম্বরে মুক্তি দেয়া হবে দেশ ও দেশের বাইরে। এমনটাই জানা গেছে সিনেমা সংশ্লিষ্টদের তরফে।

শোনা যাচ্ছে, শাকিবের এই সিনেমায় নায়িকা থাকবেন নাটকের পরিচিত মুখ তানজিন তিশা। কয়েক বছর ধরে এই অভিনেত্রীর সিনেমায় অভিষেকের কথা শোনা গেলেও দেখা যায়নি। অবশেষে শাকিবের ‘সোলজার’-এর মাধ্যমে তিশার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

তিশার সঙ্গে এতে আরও দুই নায়িকা থাকার কথাও শোনা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব, ফিরেই তিনি এ সিনেমার শুটিং করবেন।

কদিন আগে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!

তবে শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।

নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন।

পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *