সেই ছয় নবজাতকের একটি মারা গেছে

টাইমস রিপোর্ট
1 Min Read
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে জন্ম নেওয়া ছয় শিশুর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার সন্ধ্যায় এনআইসিএইচইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এর আগে সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ছয় শিশুর জন্ম দেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। তার স্বামীর নাম মো. হানিফ। তিনি কাতার প্রবাসী।

হানিফের বোন ফারজানা আক্তার বলেন, ‘ছয় নবজাতকের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিএইচইতে আর বাকি তিন জনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একটি ছেলে নবজাতক সন্ধ্যায় মারা গেছে ‘

তিনি আরও জানান, প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। স্থানীয় চিকিৎসকেরই পরামর্শ নিচ্ছিলেন তিনি। সেখানেই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানতে পারেন, পাঁচ সন্তান রয়েছে তার গর্ভে।

এরপর গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় যান। সেখান থেকে ঢাকার মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। গতরাতে প্রসববেদনা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকাল ৯টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে পাঁচটি নয় বরং ছয়টি সন্তান প্রসব করেন।

ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন দুপুরে জানিয়েছিলেন, ২৭ সপ্তাহে জন্ম নেওয়া শিশুগুলোর ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে ছিল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *