সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর হেফাজতে থাকা এক হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তির নাম তানভীর চৌধুরী (২৫)। তিনি গাজীপুরের বাসিন্দা। নওগাঁয় স্ত্রী যূথিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন সকালে র্যাব হেফাজতে আত্মহত্যা করেন তিনি।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘গ্রেপ্তারের পরদিন সকালে হাজতের সংলগ্ন শৌচাগারে ভেন্টিলেটরের রডে কম্বল দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তানভীরকে পাওয়া যায়। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় দেখা যায় হাজতে রাখা কম্বল ভেন্টিলেটরের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দেন তানভীর।’
তিনি আরও বলেন, ‘পরে পরিবারের সদস্য, ইউএনও ও থানার পুলিশের উপস্থিতিতে মরদেহ নামানো হয় এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় তার বোন শিলা একটি অপমৃত্যুর মামলা করেছেন। সোমবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
র্যাব সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেম করে তানভীরকে বিয়ে করেন যূথি। বিয়ের কয়েক মাস পর যূথি জানতে পারেন, তানভীরের আরেকজন স্ত্রী আছেন। বিষয়টি নিয়ে যূথি ও তানভীরের মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে বাবার বাড়ি নওগাঁয় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন যূথি। গত ১১ সেপ্টেম্বর মামলার শুনানির দিন আদালতে যাওয়ার পথে যূথিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তানভীর।
ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার রাতে জৈন্তাপুরে বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর সিলেট র্যাব কার্যালয়ের হাজতে রাখা হলে সেখানে আত্মহত্যা করেন তিনি।