সিলেট সীমান্তে ১৫৩ বাংলাদেশিকে ‘পুশ ইন’

টাইমস রিপোর্ট
1 Min Read
ওপার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে এপারে কথিত 'বাংলাদেশি' নাগরিকদের 'পুশইন' করছে ভারতের বিএসএফ। গ্রাফিক্স: টাইমস

সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় ১৫৩ বাংলাদেশিকে এপারে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এবং সিলেটের বিয়ানীবাজারের নয়াগ্রাম এলাকার একটি বিল থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ১২১ জনকে এবং বিয়ানীবাজার সীমান্তে ৩২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক, অধিকাংশের বাড়ি কুড়িগ্রামে। দু-একজন কুমিল্লা ও খুলনার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা জানায়, তারা ভারতের গুজরাট ও বিহার রাজ্যে ইটভাটা, গৃহস্থালি ও রংমিস্ত্রির কাজ করতেন এবং কেউ কেউ এক দশক ধরে ভারতে অবস্থান করছিলেন। বিএসএফ তাদের আটকের পর একত্রে জড়ো করে এপারে ‘পুশ ইন’ করেছে।

বর্তমানে তাদের একটি বিদ্যালয়ে রাখা হয়েছে এবং নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। এ নিয়ে গত ১২ দিনে সিলেট সীমান্ত দিয়ে মোট ৬৯ জনকে এভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হলো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *