রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আরেকটি চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের দ্বিতীয় এই মেডিকেল টিমের সদস্যসংখ্যা পাঁচ। তারা গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন।
এছাড়া, এই মেডিকেল টিমের সদস্যরা শুধু চিকিৎসা কার্যক্রমই নয়, বরং কারিগরি এবং পেশাগত সহায়তাও প্রদান করবেন, যা আহতদের চিকিৎসার মান উন্নত করতে সহায়ক হবে।
গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর, স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৩২ জন মারা গেছেন এবং ৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।