সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

টাইমস রিপোর্ট
1 Min Read
স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা। ফাইল ছবি: ফোকাস বাংলা

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর থেকে এ পূর্বাভাস দেওয়া হয়। সেখানে সাক্ষর রয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *