সাবেক সচিব-বিচারকসহ ১২ জনের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

টাইমস রিপোর্ট
2 Min Read
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

আট সাবেক সচিব, তিন অবসরপ্রাপ্ত বিচারক ও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার।

মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে তারা হলেন-সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার জহুরুল হক (ফ্ল্যাটের আয়তন ৪ হাজার ১০৫ দশমিক ৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩১৫ দশমিক ৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান (ফ্ল্যাটের আয়তন ৪ হাজার ৩০৮ দশমিক ৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৪৯ দশমিক ১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলম (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৪৯ দশমিক ১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৪৯ দশমিক ১৩ বর্গফুট), সাবেক সচিব সিরাজুল হক খান (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩১৫ দশমিক ৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩১৫ দশমিক ৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৪৯ দশমিক ১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নেহাল আহমেদ (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৪৯ দশমিক ১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার আনিছুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩১৫ দশমিক ৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক (ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৪৯ দশমিক ১৩ বর্গফুট)।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের ধানমন্ডি আবাসিক এলাকার ১৩ নং সড়ক (নতুন-৬/এ)-এর ৭১১নং বাড়ি (নতুন-৬৩)-তে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বাস্তবায়নাধীন ছিল এসব ফ্ল্যাট।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *