সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা নয়: ডিএমপি

টাইমস রিপোর্ট
1 Min Read
তেজগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সাম্প্রতিক ছবি: সংগৃহীত

‘নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে’ অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষভাবে অনুরোধ করেছে।

সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ‘বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।’

‘এতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীগণ নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত,’ উল্লেখ করা হয় এতে।

‘যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ চেষ্টা করছে’, জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এরমধ্যে কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *