নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহীদি মার্চ করবে গণসংহতি আন্দোলন। শুক্রবার বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেবেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন।
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী শাসনামলে সংগঠিত সকল গুম, খুন, লুটপাটসহ অবর্ণনীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অপ্রতিরোধ্য লড়াই মুক্তির দিশা তৈরি করেছে। নারায়ণগঞ্জে ১৪ জুলাই থেকে ছাত্র-জনতার আন্দোলন শুরু হলেও ১৮ জুলাই প্রশাসন এবং আওয়ামী লীগের পরিকল্পিত হামলায় পুরো নারায়ণগঞ্জে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং নারায়ণগঞ্জবাসী গণপ্রতিরোধ গড়ে তোলে।