ঢালিউড তারকা শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর একজন স্টান্টম্যান (মারপিট ও ঝুঁকিপূর্ণ দৃশ্যের শিল্পী) মারা গেছেন। তার নাম মো. মনির হোসেন।
রোববার হার্ট অ্যাটাকে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মনিরের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনের অনেকে শোক জানিয়েছেন।
‘তাণ্ডব’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে মনির হোসেনের মৃত্যু প্রসঙ্গে লিখেছে, ‘আমাদের সহকর্মী মো. মনির হোসেন রাজশাহীতে “তাণ্ডব” ছবির শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।’
‘তাণ্ডব’ পরিচালনা করছেন রায়হান রাফী। তিনি সংবাদমাধ্যমকে জানান, মো. মনির হোসেন শনিবার দুপুরে একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেন। এরপর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তখনই হার্ট অ্যাটাক হয়েছে তার। ইউনিটের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার সময় জরুরি বিভাগে নেওয়া হয় মো. মনির হোসেনকে। রাজশাহী থেকে তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে পাঠানো হয়েছে।
মনির হোসেন নারায়ণগঞ্জে থাকতেন। তিনি ছিলেন ‘বাংলাদেশ চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠী’র সদস্য। সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে বড় পর্দার স্টান্টম্যান হিসেবে নিয়মিত কাজ করতেন তিনি।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির মাধ্যমে বড় পর্দায় নাম লিখিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।