বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে সংকটে থাকা শরিয়া-ভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই একীভূতকরণের ফলে কোন কর্মী তাদের চাকরি হারাবেন না তা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ‘এই পাঁচটি ব্যাংক আগামী কয়েক মাসের মধ্যে একীভূতকরণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এসব ব্যাংকে কর্মরতদের চিন্তার কোন কারণ নেই।’
রোববার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর।
একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হচ্ছে-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
আমরা আশা করি আগামী সরকারও এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে। কারণ, এটি একটি চলমান প্রক্রিয়া, যোগ করেন গভর্নর।