লাওস ম্যাচ জয়ের টার্গেটে মসৃণ বাংলাদেশের প্রস্তুতি

টাইমস স্পোর্টস
2 Min Read
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ। ছবি: বাফুফে

ভোরের আলো ফোটার আগেই মাঠে নেমে গেছে মেয়েরা। কারণ লাওসের বিপক্ষে ম্যাচ সামনে, আর ছাড় দেওয়ার সুযোগ নেই এক চুলও!

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল এখন একেবারে ‘ম্যাচ মোডে’। আজ (সোমবার) সকাল ৬টায় ঠিক আগের দিনের মতোই মাঠে অনুশীলন করেছে মেয়েরা। পুরো সেশনজুড়েই ছিল একাগ্রতা আর শৃঙ্খলার ছাপ।

প্রথম ম্যাচ ৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে। সামনে কঠিন লড়াই, তাই এখন এক মুহূর্তও নষ্ট করার অবকাশ নেই।
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ অনুশীলন শেষে জানালেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমাদের দ্বিতীয় দিনের ট্রেনিং ছিল। আলহামদুলিল্লাহ, মেয়েরা খুব মনোযোগ দিয়ে কাজ করেছে। আজ আলাদাভাবে আক্রমণ ও রক্ষণ নিয়ে কাজ হয়েছে।’

আজকের প্র্যাকটিস সেশন নিয়ে তিনি বলেন ‘রক্ষণে আমরা যতটা সম্ভব প্রতিপক্ষকে জায়গা না দেওয়ার কৌশল নিয়েছি। আর আক্রমণে মাঠটা চওড়া করে খেলতে চাই, যেন সুযোগ তৈরি করা যায়।’

লাওস ম্যাচকে সামনে রেখে এখন সব পরিকল্পনার কেন্দ্রে সেই ম্যাচটাই। কোচ মাসুদ বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচ আলাদাভাবে নিচ্ছি। লাওসের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে পারলে বাকি পথটা সহজ হবে।’

তিনি আরও জানান, ‘মেয়েরা আক্রমণে দারুণ কাজ করছে। তাদের ফোকাস আর অ্যাটিটিউড দেখে আমরা খুশি। লাওস ম্যাচেই প্রথম ছন্দ খুঁজে পেতে চাই।’

বাংলাদেশ যখন লাওসের সঙ্গে লড়বে, তখন গ্রুপের বাকি দুই দল একে অপরের মুখোমুখি হবে। মাসুদ বলেন, ‘প্রথম ম্যাচ খেলার পর অন্য দুটি দলের ম্যাচ বিশ্লেষণ করা সহজ হবে। তখন তাদের বিপক্ষেও পরিকল্পনা সাজানো যাবে।’

এক কথায়, মাঠে যেমন গতি, তেমনি কৌশলেও ধার। সকাল সকাল ঘাম ঝরিয়ে নিজেদের তৈরি করছে অনূর্ধ্ব-২০ নারী দল। প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তারা, এটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের নাম এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্ব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *