লক্ষ্মীপুরের রায়পুরে বিবাহিত বড় মেয়ের সঙ্গে ঝগড়া করে এক শিশু সন্তানকে বিষপানে হত্যার পর মাও আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন-রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝিবাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও মেয়ে মিতু আক্তার (২)। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের আবদুল করিমের ছেলে মাহফুজ আলমের সঙ্গে বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। সেই সংসারে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলে আসছে সাবিনা আক্তারের।
এ নিয়ে শশুরের পরিবারের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো বড় মেয়ে সাবিনা আক্তারের। এসব নিয়ে এক মাস ধরে মা ও বড় মেয়েরও ঝগড়া চলছিল। এরই মধ্যে নিষেধ করার পরেও সাবিনা পরকীয়ায় জড়িয়ে যান।
মঙ্গলবারও এ নিয়ে মা ও মেয়ের ঝগড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বসতঘরের পাশে ধান খেতে গিয়ে তাসলিমা বেগম তার শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুর থানার ওসি তদন্ত আবদুল মান্নান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বড় মেয়ের পরকীয়ার কারণে মা শিশু সন্তানসহ বিষপানে আত্নহত্যা করেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।‘