রোহিঙ্গা শিশুদের পাঠদানে নিয়োজিত এক হাজার ১৭৯ জন শিক্ষকের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইউনিসেফ। মানবিক সহায়তা তহবিলে ‘সংকট দেখা দেওয়ায়’এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার ইউনিসেফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বে মানবিক সহায়তা কার্যক্রমের তহবিলে যে সংকট দেখা দিয়েছে, তাতে আমরা কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
এতে জানানো হয়, রোহিঙ্গা শিশু শিক্ষার জন্য কিন্ডারগার্টেন, গ্রেড-১ ও গ্রেড-২ এ নিয়োজিত স্থানীয় জনগোষ্ঠীর (হোস্ট কমিউনিটি) এক হাজার ১৭৯ ব্যক্তির সঙ্গে ইউনিসেফের অংশীদারদের থাকা চুক্তি বাতিল করা হচ্ছে। ঈদ ও এর পরের ছুটি (২৯ জুন পর্যন্ত) শেষে রোহিঙ্গাদের জন্য কর্মীদের কাজে ফেরা নির্ভর করবে নতুন অর্থায়ন নিশ্চিত হওয়ার ওপর।
যাদের চুক্তি বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ইংরেজি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও অংকনের শিক্ষক রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের চলমান কর্মসূচিগুলো চালিয়ে নিতে, সবচেয়ে খারাপ অবস্থায় থাকা শিশুদের জরুরি সহায়তা নিশ্চিত করতে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে শিশুদের কল্যাণে আমাদের প্রতিশ্রুতি বজায় রাখার জন্য এসব সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা আশাবাদী যে অতি দ্রুত বাড়তি তহবিল পেলে আমরা গুরুত্বপূর্ণ সেবাগুলো পুনরায় চালু করতে এবং আরও বড় পরিসরে চালিয়ে নিতে পারব।’
কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩ ক্যাম্পে প্রায় সাড়ে চার হাজার ‘লার্নিং সেন্টার’ পরিচালিত হয়ে আসছিল। এসব লার্নিং সেন্টারে পড়তো দুই লাখ ২৫ হাজার রোহিঙ্গা শিশু। চলতি জুন মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে এসব কেন্দ্র।