রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, জাপানে সুনামি

টাইমস রিপোর্ট
2 Min Read
সুনামি সতর্কতার পর জাপানের উত্তাল উপকূল। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৮.৮। ভূমিকম্পের পর রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে এবং এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের পর জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি করা হয়। এছাড়া, জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রাশিয়ার ভূমিকম্পের পর জাপানে সুনামি আঘাত হেনেছে, যার প্রথম ঢেউ হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রায় চার মিটার উচ্চতায় আছড়ে পড়ে।

সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানায়, হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে, এবং জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, বর্তমানে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এরপর ওই এলাকার কাছাকাছি আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে- একটি ৬.৯ মাত্রার, অন্যটি ৬.৩ মাত্রার।

যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকায় বিধ্বংসী সুনামির আশঙ্কায় কিছু অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে বলেন, ‘এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, পরিস্থিতি গুরুতর মনে হচ্ছে।’

রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকায় স্থানীয় প্রশাসন জনসাধারণকে সৈকত ও সমুদ্র উপকূল থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *