রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

টাইমস ন্যাশনাল
1 Min Read
যৌথবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: টাইমস

রাজশাহী নগরীতে একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামে ওই কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল প্রথমে অভিযান শুরু করে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল এতে যোগ দেয়। অভিযান শেষে সেখানে থাকা অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

জানা গেছে, কোচিং সেন্টারটির মালিক মুনতাসিরুল অনিন্দ্য। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বাক্স এয়ারগান গুলি, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, ১০টি সিমকার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল বিদেশি মদ। এ ছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

রাজশাহীতে অস্ত্র উদ্ধার
রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান। ছবি: টাইমস

তবে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আরএমপির মুখপাত্র গাজিউল ইসলাম বলেন, ‘অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *