রাঙামাটিতে রায়হান চৌধুরী নামে এক বিচারকের বাসা থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন, এমন সংবাদ পেয়েই পুলিশ সেখানে যায়।
মঙ্গলবার সন্ধ্যার দিকে রাঙামাটি শহরের কাঠালতলী সংলগ্ন আলম ডক ইয়ার্ডের ছয়তলা ভবনের বাসা থেকে এ লাশ উদ্ধার হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ।
তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে সংবাদ পেয়ে পুলিশের টিম আলম ডক ইয়ার্ডের বাসাটিতে যায়। সেখান থেকে এক বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।’
‘পুলিশ ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় লাশ পেয়েছে, তা ঝুলন্ত ছিল না। তবে সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলছিল। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে চুড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’
পুলিশ সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী ভাড়া থাকেন শহরের কাঠালতলী সংলগ্ন আলম ডক ইয়ার্ডের একটি ছয়তলা ভবনে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত এ বিচারক একটি ফ্ল্যাটে মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছেন বলে সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।