দগ্ধ রোগীদের চিকিৎসায় রক্ত সংকট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার রাতে এক বার্তায় জানানো হয়, বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদাতা তাদের ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বরসহ তালিকাভুক্ত রয়েছেন। যেহেতু দগ্ধ রোগীদের জন্য সাধারণত ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (এফএফপি) প্রয়োজন হয়, তাই তাৎক্ষণিকভাবে রক্ত মজুত না রেখে চাহিদা অনুযায়ী দাতার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করা হবে।
বার্তায় আরও বলা হয়, বর্তমানে কোনো ব্লাড গ্রুপের রক্তের সংকট নেই এবং ভবিষ্যতেও এমন সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।
ওই বার্তায় উল্লেখ করা হয়-সবাইকে এবিষয়ে আশ্বস্ত করা হচ্ছে এবং কেউ এ ধরনের যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবির, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা এর সাথে নীচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: ০১৭৯২৭৪৪৩২৫।