যৌথ বাহিনীর অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ১৩১ জন, ২০ অস্ত্র উদ্ধার

টাইমস রিপোর্ট
1 Min Read
যৌথ বাহিনীর অভিযানে রংপুর অঞ্চল থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: আইএসপিআর

যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৮ আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, অনলাইন জুয়াড়ি এবং মাদকাসক্তসহ মোট ১৩১ জনকে গ্রেপ্তার করা হয় বলে এক সবংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধীদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৪৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৪৯ রাউন্ড কার্তুজ, দুইটি ম্যাগাজিন ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ওয়াকিটকি, বুলেটপ্রুফ জ্যাকেট, পাসপোর্ট, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে আইএসপিআর। সেইসঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কাছের সেনা ক্যাম্পে তথ্য দিকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *