যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: সংগৃহীত

‘অবৈধ অবস্থানের’ অভিযোগে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে  ৩০ বাংলাদেশিকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফেরত আসা ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তবে তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

চলতি বছরের শুরু থেকে বাংলাদেশিদের ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র। এর আগে তিন ধাপে ১৮৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের অনেকের বিরুদ্ধে অবৈধভাবে অবস্থান, ভিসার মেয়াদ শেষ হওয়া কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার হয়। এরপর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজার হাজার বিদেশি নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করে দেশটি।

গত জুন মাসেও একই ধরনের একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১৬ জনের পরিচয়পত্র সংক্রান্ত জটিলতা ছিল। তাদের মধ্যে অনেকে আইনি লড়াইয়ে হেরে যান এবং কারাভোগও করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *