রাজধানীর কমলাপুর রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে সাইফুল ইসলাম নামের কর্মচারীকে।
বুধবার সকালে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে কমলাপুর জিআরপি থানায় মামলা হয়েছে। আটক করা হয়েছে রেলওয়ের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮)।
সৈয়দপুর রেলওয়ের পুলিশ সুপার ফরহাত আহমেদ এ বিষয়ে বলেন, ‘ বুধবার সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল রংপুর এক্সপ্রেস ট্রেনটি। তখন ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে সাইফুল ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী নারী বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন।’
রেলওয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাইফুলের বাড়ি গাইবান্ধায়, অভিযোগকারী নারীর বাড়ি কুড়িগ্রামে।
ঘটনার পর বুধবার বিকেলে সান্তাহার জংশন স্টেশনে ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে রাখা হয়। সেখান থেকে বিকেল সোয়া ৫টার একতা এক্সপ্রেস ট্রেনে তাদের কমলাপুরে ফেরত পাঠানো হয়েছে।