মুসলিম ঐক্যের ডাক খেলাফত মজলিসের

টাইমস রিপোর্ট
1 Min Read
বায়তুল মোকাররম মসজিদের গেটে সমাবেশ করে খেলাফত মজলিস। ছবি: টাইমস

আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে ইরানে ইসরাইলি হামলা ও গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ করার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক দেন নেতৃবৃন্দ।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পর খেলাফত মজলিসের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটি এ বিক্ষোভের আয়োজন করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘ইরানের পাশে দাঁড়ানোর জন্য ওআইসিকে অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে।’

‘আগ্রাসী ইসরাইলের অপরাধকে পাশ কাটিয়ে ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্মাদ এ শক্তির পতন অনিবার্য।’

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আজিজুল হক। তিনি বলেন, ‘বিশ্বের মুসলিমদের নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন গড়ে তুলতে হবে।’

ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

সমাবেশে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ রায়হান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *