মুম্বাইয়ে আত্মঘাতী বোমা হামলার হুমকি, চরম সতর্কতা

1 Min Read
ছবি: এনডিটিভি’র স্ক্রিনশট

ভারতের মুম্বাইয়ে লাখ লাখ জনতার গনেশ উৎসবে ৩৪টি আত্মঘাতী ‘মানব বোমা’ হামলার হুমকি দিয়েছে একটি জঙ্গিগোষ্ঠী। এমন বার্তা পেয়ে পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে চরম সতর্কতা (হাই অ্যালার্ট)।

এনডিটিভি ডটকম জানায়, মুম্বাইয়ের ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি জঙ্গিগোষ্ঠীর পরিচয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। জঙ্গিগোষ্ঠীর দাবি, ৩৪টি ‘মানব বোমা’ বহনকারী গাড়ি মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, আর এতে রয়েছে মোট ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক, যা এক কোটি মানুষকে হত্যা করতে সক্ষম । এছাড়া ওই হামলায় অংশ নেওয়ার জন্য ১৪ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে প্রবেশ করেছে বলেও ফোনে দাবি করা হয়।

ওই হুমকিবার্তা পাওয়ার পরই পুলিশ তৎপরতা বাড়িয়েছে। শুরু করেছে তল্লাশি অভিযান। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি।

আনন্দবাজার ডটকম জানায়, পুলিশের প্রাথমিক অনুমান, ‘ভুয়া হুমকি বার্তা’ দেওয়া হয়েছে। তবে আগাম সতর্কতা হিসেবে ‘বম্ব স্কোয়াড’-এর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশেষ পুলিশবাহিনী। গণেশ বিসর্জন উৎসবের আবহে বড় ধরনের হামলা মোকাবিলায় নেওয়া হয়েছে এসব সতর্কতা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *