মিম নাকি তুষি

টাইমস রিপোর্ট
1 Min Read
মীম ও তুষি। ছবি কোলাজ: টাইমস অব বাংলাদেশ
Highlights
  • ‘সিনেমাটি আমরা রোমান্টিক গল্পে নির্মাণ করব। যেটি হবে একদম মফস্বলের প্রেমের গল্প। আমাদের চারপাশের পরিচিত গল্পই একটু ভিন্নভাবে বলব’

সঞ্জয় সমদ্দার ‘ইনসাফ’-এর মুক্তির পর পরই ‘ইনসাফ-২’-এর ঘোষণা দিয়ে রেখেছেন। তবে জানা গেছে, তিনি এর আগে অন্য একটি সিনেমা বানাবেন। সে সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে বিদ্যা সিনহা মীম কিংবা নাজিফা তুষিকে।

নাম ঠিক না হওয়া এ সিনেমাটির বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। সঞ্জয় সমাদ্দার টাইমস অব বাংলাদেশকে বলেন, “ইনসাফ-২’’ তো বানাব, এ ঘোষণা ইতোমধ্যেই দিয়েছি। তবে এবার যে সিনেমাটি বানাব, সেটি হবে সংলাপ প্রধান নাটকীয় (ড্রামা জনরার) । এতে নায়িকা হিসেবে আমরা দেশ থেকেই অনেকে ভাবছি। এখন মীম, তুষি নাকি অন্য কেউ সিনেমাটির নায়িকা হবেন তা এখনও সিদ্ধান্ত নিইনি।’

সঞ্জয়ের প্রথম সিনেমা ‘মানুষ’-এর নায়ক ছিলেন কলকাতার জিত। আবার ‘ইনসাফ’-এ শরিফুল রাজ। তবে তার পরবর্তী সিনেমাতে দেশিয় নায়ক রাখতে চান তিনি। তার ভাবনায় রয়েছে শাকিব খান, শরিফুল রাজ, আফরান নিশো ও সিয়াম আহমেদ।

তিনি বলেন, ‘আসলে আমি নিশ্চিত করে এখনই কারো নাম বলতে পারছি না। কারণ আমাদের প্রযোজক আনুষ্ঠানিকভাবে সব কিছু জানাবেন। তাছাড়া কোনো শিল্পী এখনও চুক্তিবদ্ধ করেননি।’

‘সিনেমাটি আমরা রোমান্টিক গল্পে নির্মাণ করব। যেটি হবে একদম মফস্বলের প্রেমের গল্প। আমাদের চারপাশের পরিচিত গল্পই একটু ভিন্নভাবে বলব,’ যোগ করেন তিনি।

জানা গেছে, সিনেমাটির প্রযোজক দুজনের একজন একদম নতুন, সিনে ইন্ডাস্ট্রির বাইরে আইটি ব্যবসায়ী। আরেকজন প্রযোজক সিনেমার নিয়মিত প্রযোজক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *