মাইলস্টোনে আহত-নিহতের পূর্ণাঙ্গ তালিকার দাবি এনসিপির

টাইমস রিপোর্ট
2 Min Read

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করা হয়।

পোস্টে বলা হয়, ‘একটি রিয়েল-টাইম পাবলিক ড্যাশবোর্ড-এর মাধ্যমে আহত, নিহত, নিখোঁজ এবং শনাক্ত না হওয়া ব্যক্তিবর্গের তালিকা হালনাগাদ রাখা হোক, যাতে স্বজনরা নিয়মিত আপডেট পেতে পারেন।’

এতে আরও বলা হয়, ‘আমরা চাই, আহতদের চিকিৎসা যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এজন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ নিশ্চিত করতে হবে।’

কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে দ্রুততম সময়ে বিদেশে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে, আহত ও নিহতদের পরিবারের জন্য কাউন্সেলিং সেবা চালু করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও পোস্টে বলা হয়।

আহতদের জন্য একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হোক যাতে তাদের ভবিষ্যৎ শিক্ষা, স্বাস্থ্য ও জীবনের ধারাবাহিকতা ব্যাহত না হয়। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আন্তমন্ত্রণালয় বিশেষায়িত টিম গঠন করার আহ্বান জানানো হয়।

দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন ও দায়ীদের চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করার দাবিও করে দলটি।

মাইলস্টোনের ছাত্রদের পক্ষ থেকে উত্থাপিত ছয় দফা দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি আমরা গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। এই হৃদয়বিদারক ঘটনায় দেশের প্রতিটি মানুষ যেমন ব্যথিত, তেমনি আমরা বিশ্বাস করি রাষ্ট্র ও সরকার এ দায় এড়িয়ে যেতে পারে না।

সবশেষে জনগণের প্রতি হাসপাতালগুলোতে অকারণে ভিড় না করতে এবং কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক বা গণমাধ্যমে শেয়ার না করারও আহ্বান জানায় দলটি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *