খ্যাতিমান আমেরিকান পরিচালক আলেকজান্ডার পেইন ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক থাকবেন। তার নেতৃত্বে দায়িত্ব পালন করবেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকরা। তাদের রায়ে দেওয়া হবে স্বর্ণসিংহ পুরস্কার। সোমবার (২৮ এপ্রিল) আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।
আলেকজান্ডার পেইন পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘দ্য হোল্ডওভারস’, ‘সাইডওয়েস’, ‘দ্য ডিসেন্ডেন্টস’, ‘নেব্রাস্কা’ প্রভৃতি। অস্কারের মোট ২৪টি মনোনয়ন আছে তার ঝুলিতে। এরমধ্যে সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে চারবার ও সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনবার। সেরা রূপান্তরিত চিত্রনাট্য বিভাগে দু’বার অস্কার জিতেছেন তিনি।
২০১৭ সালে আলেকজান্ডার পেইন পরিচালিত ‘ডাউনসাইজিং’ ছবির মাধ্যমে ভেনিস উৎসবের উদ্বোধন হয়।
প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পাওয়ার অনুভূতিতে ৬৪ বছর বয়সী এই নির্মাতা বলেন, ‘ভেনিসের জুরি বোর্ডে কাজ করতে পারা অনেক সম্মান ও আনন্দের। যদিও একজন নির্মাতা হিসেবে একটি চলচ্চিত্রের সঙ্গে অন্যটির তুলনা করার ব্যাপারে আমি দ্বিধায় থাকি। তবুও উৎসবটির আট দশকেরও বেশি সময়ের ইতিহাসকে আমি সম্মান করি এজন্য যে, এখানে চলচ্চিত্রকে একটি শিল্পরূপ হিসেবে জোরেশোরে উদযাপন করা হয়।’
ইতালির লিদো দ্বীপে এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ২৭ আগস্ট। ১১ দিনের এই আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী জুলাইয়ে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হবে।