তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসে শঙ্কা দেখা দিয়েছে।
বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে ওইসব এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।
সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমি লঘুচাপটি গভীর হয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
বুধবার আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়। যার কারণে, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া, ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনা শহরের নিচু এলাকাগুলোতেও জলাবদ্ধতা হতে পারে। এতে জনদুর্ভোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাতের ধারা অন্তত ২২ জুন পর্যন্ত থাকতে পারে। এমনকি এরপর আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এদিকে, আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সই করা পৃথক এক বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেতের কথা জানানো হয়েছে।