ভারতে নিহত এমপি আনারের বিলাসবহুল গাড়ি উদ্ধার

টাইমস রিপোর্ট
1 Min Read
ভারতে নিহত এমপি আনারের বিলাসবহুল 'প্রাডো' গাড়ি। ছবি: ইউএনবি
Highlights
  • ওসি মোশাররফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের। তবে গাড়িটির মালিকানা সম্পর্কে আরো নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে কে বা কারা গাড়িটি এনে এখানে রেখেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ‘ল্যান্ড ক্রুজার প্রাডো’ গাড়ির সন্ধান মিলেছে। এই কোটি টাকা দামের গাড়িটি ভারতে নিহত, সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়,  সোমবার রাত বারোটার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজে এটি খুঁজে পাওয়ার যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের। তবে গাড়িটির মালিকানা সম্পর্কে আরো নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে কে বা কারা গাড়িটি এনে এখানে রেখেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা পত্রে সাবেক এমপি আনারের নাম রয়েছে। এছাড়া সাফিনা টাওয়ারের ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নিয়েছেন। গাড়িটি বর্তমানে তার পার্কিং স্পেসেই রাখা আছে।

তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে এটি ভাড়া নিয়েছেন। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশমাইল এলাকায় অবস্থিত ‘তাঁরা টোব্যাকো’ নামক একটি প্রতিষ্ঠানের অংশীদার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *