ভারতীয় বিমান হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে বেড়ে চলা সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘পাহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
বুধবার রাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ ‘বেসামরিক নাগরিক’ নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তবে ভারতের এনডিটি দাবি করেছে, ভারতের ওই হামলায় নিহত হয়েছে ৭০ জন।
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে এক বন্দুক হামলায় ২৬ জন নিহতের জেরে ভারত সরকার পাকিস্তানে ওই হামলা চালাল।
রুশ মুখপাত্র জাখারোভা বলেন, ‘রাশিয়া দৃঢ়ভাবে সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে বৈশ্বিকভাবে সম্মিলিত লড়াই করার ওপর গুরুত্বারোপ করে।’
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে।
রাশিয়ার আশা, ১৯৭২ সালের শিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার আলোকে ভারত ও পাকিস্তান রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দ্বিপাক্ষিক ভিত্তিতে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে।