ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন জয়া আহসান। ঢাকা ও কলকাতায় গত পাঁচ মাসে মুক্তি পাওয়া তার বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। নিজের অভিনীত চরিত্রের পাশাপাশি মাঝে মধ্যে বিভিন্ন ফটোশুটের ছবি দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দেন।
বুধবার (২৭ আগস্ট) রাতে কালো পোশাকে নতুন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। এসব ছবি পছন্দ করেছেন তার ভক্ত-অনুসারীরা। এখন পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ১৮ হাজারের বেশি।
এই ফটোশুটে নানা ভঙ্গিতে দেখা গেছে তাকে। জয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এর আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায় প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এর আগে জয়াকে গত ঈদের দেখা গেছে ঢাকার আলোচিত দুই ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায়। একটিতে সাংবাদিক, অন্যটিতে ভূতের চরিত্রে অভিনয় করেন তিনি।
গত পাঁচ মাসে নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে জয়াকে। অভিনেত্রী জানিয়েছেন, চরিত্রগুলোর মধ্যে সেরা বেছে নেওয়া কঠিন; সব কটিই তার সমান প্রিয়।