ব্যাট-বল হাতে মাঠে নামছেন তারকারা

টাইমস রিপোর্ট
1 Min Read
সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির তারকারা, (ডানে) টুর্নামেন্টের শিরোপা । ছবি: এসএস স্পোর্টস

বিনোদন অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী, নির্মাতা, নাট্যকার ও কন্টেন্ট ক্রিয়েটররা ব্যাট-বল হাতে মাঠে নামছেন। সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি) দেখা যাবে তাদের জমজমাট লড়াই।

রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৫ মে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে।

বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, তারকারা চারটি দলের হয়ে মাঠ মাতাবেন ১২ মে পর্যন্ত। এগুলো হলো টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স।

চার দলে থাকছেন একজন করে মেন্টর। তারা হলেন চার পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী।

এসএস স্পোর্টস আয়োজিত সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে টি-২০ ফরম্যাটে ফ্লাডলাইটের আলোয় হবে খেলা। ফাইনালসহ থাকছে মোট ৭টি ম্যাচ। সবই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *