বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শনিবার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেওয়াসহ সাত দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

অপরদিকে, দাবি আদায়ে বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার রাতে এ কর্মসূচির ঘোষণা করেন ‘প্রকৌশলী অধিকার আন্দোলনের’ সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটিতে এখন থেকে চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের পাশাপাশি শিক্ষার্থীদের মনোনীত সদস্যও যুক্ত থাকবেন।
এর আগে শত শত বুয়েট শিক্ষার্থী বুধবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দুপুরে ‘যমুনা’ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় লাঠিপেটা করার পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে। এতে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন। পুলিশের কয়েকজন সদস্যও আহত হন বলে জানা যায়। এরপর রাতেও শাহবাগে অবস্থান করার কথা ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে, রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘তোমরা আমার সন্তানসম। তোমাদের কষ্ট আমাকেও কষ্ট দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যা ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’