বয়সভিত্তিক দল, জাতীয় দল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ ৯ বছর নির্বাচকের দায়িত্ব সামলেছেন হান্নান সরকার। কিন্তু কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের চাকরি ছেড়ে দেন সাবেক এই ক্রিকেটার। তবে মাস চারেক যেতে না যেতেই আবারও বিসিবিতে ফিরছেন হান্নান। এবার অবশ্য কোচের ভূমিকায়।
চলতি জুনেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন হান্নান। শনিবার রাতে নিজের ফেসবুক পেইজে এক ভিডিওর মাধ্যমে সাবেক এই নির্বাচক জানান, মূলত কোচিংয়ে ক্যারিয়ার এগিয়ে নেয়ার জন্যই বিসিবিতে ফিরছেন তিনি।
কোচিংয়ের মাধ্যমে দেশের ক্রিকেটে অবদান রাখতে চান জানিয়ে সেই ভিডিওতে হান্নান বলেন, ‘নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল, কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়া, কোচিং দিয়ে দেশের ক্রিকেটে অবদান রাখা। সেই চিন্তা থেকে কোচিংয়ে এসে ঢাকা প্রিমিয়ার লিগ করলাম।’
বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এরপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি কারণ অন্য কোচরা ওখানে কাজ করছে। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে। আমিও চাচ্ছিলাম, যে কোনো একটা জায়গায় কাজ করে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখব।”
বিসিবির নির্বাচকের পদে এক বছর থাকার পর আবাহনীর কোচ হিসেবে কাজ শুরু করেন হান্নান। আর প্রথমবার ঐতিহ্যবাহী ক্লাবটির দায়িত্ব নিয়েই বাজিমাৎ, তার অধীনেই এবারের মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জেতে আবাহনী। অবশ্য সামনের মৌসুমের জন্য ঠিকানা বদলে ফেলেছেন হান্নান, আবাহনী ছেড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জে যাচ্ছেন তিনি।