বাংলাদেশ সফরের দল ঘোষণা নেদারল্যান্ডসের

টাইমস স্পোর্টস
1 Min Read
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।

মূলত এশিয়া কাপের আগে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের দুটি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্মতি না পাওয়াতে বাতিল হয়েছে ভারতের এই সফর। তাই বাধ্য হয়েই ডাচদের এই সিরিজের প্রস্তাব দেয় বিসিবি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ২৬ আগস্ট প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল।

৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে সিরিজ। বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের প্রস্তুতি সারতে বাংলাদেশ দল মঙ্গলবার পৌঁছেছে সিলেট। যদিও এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। আগামী তিন দিন চলবে স্কিল অনুশীলন। ২৩ আগস্ট বিরতির পর ক্রিকেটাররা অনুশীলন সারবেন ম্যাচ সিনারিওতে। ২৬ আগস্ট হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও আছে জাতীয় দলের ক্রিকেটারদের।

নেদারল্যান্ডস দল: 

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *