বরিশালে ভাই উপড়ে নিয়েছে ভাইয়ের চোখ

টাইমস ন্যাশনাল
2 Min Read
জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বরিশালের মুলাদীতে পারিবারিক বিরোধের জেরে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উপড়ে নিয়েছে। এমন  ন্যাক্কারজনক ঘটনার মর্মান্তিক একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গত ২২ আগস্ট রাতে রিপন ব্যাপারী নামক ব্যক্তির মেজো ভাই রোকন ব্যাপারী ও ছোটভাই স্বপন ব্যাপারী লোকজন নিয়ে তার উপর আক্রমণ চালায়। এ সময় তারা ভুক্তভোগীর দুই চোখ তুলে নিয়েছে বলে জানা গেছে।

এতে রিপনের স্ত্রী নূরজাহান বেগম ২৫ আগস্ট বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারীসহ ৮ জনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

সরকারি কৌঁসুলি নাজিম উদ্দিন পান্না জানান, মামলাটি গ্রহণ করে মুলাদী থানাকে প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) জমার নির্দেশ দেওয়া হয়েছে ।

আহত রিপন ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী বলেন, ‘মেজো চাচার কাছে টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলেন তার বাবা। এ ছাড়া জায়গা-জমি নিয়েও কিছু বিরোধ ছিল। ওই বিরোধ মেটাতে চাচারা তার বাবাকে ঢাকা থেকে বাড়ি ডেকে নেন। ২২ আগস্ট বিকেলে তার বাবা বাড়ি পৌঁছালে ভাইদের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিরোধ মেটাতে পরদিন সকালে এলাকায় সালিশ বৈঠকের কথা ছিল। কিন্তু ওইদিন রাতেই দুই চাচা লোকজন নিয়ে তার বাবার উপর হামলা করে তার চোখ উপড়ে নেয়।’

শাহিন আরও জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তার বাবাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। তবুও অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ আগস্ট সকালে তাকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

মুলাদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, বরিশাল আদালত থেকে বাদীর লিখিত আবেদনের অনুলিপি ও বিচারকের আদেশ থানায় পৌঁছানোর পরে ২৭ আগস্ট বিকেলে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের দুটি দল নাজিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *