ববি শিক্ষার্থীরা অনশনে, পাশেই মশারি টানিয়ে রাত কাটালেন ভিসি

টাইমস ন্যাশনাল
1 Min Read
শিক্ষার্থীদের বুঝাতে না পেরে পাশেই মশারি টানিয়ে রাত কাটালেন ববি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। ছবি: টাইমস

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাত শিক্ষার্থী। শিক্ষার্থীদের বুঝিয়ে অনশন বন্ধ করতে না পেরে তাদের পাশেই মশারি টানিয়ে রাত কাটিয়েছেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে অনশন শুরু করেন।

অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি। তবে, এ পর্যন্ত আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কোনো ধরনের যোগাযোগ করেননি। তাই আমরা আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।’

আরেক শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, ‘আমরা ইউজিসির প্রতি আহ্বান জানিয়ে দুইবার সংবাদ সম্মেলন করেছি। এমনকি ক্যাম্পাস সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক ভবন দখলও করি। তারপরও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ পর্যন্ত করেনি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। তবে, আস্থা সঙ্কটের কারণে অনশন করছেন শিক্ষার্থীরা।

অনশনরত বাকি শিক্ষার্থীরা হলেন- শারমিলা জামান সেঁজুতি, অমিয় মন্ডল, আবুবকর সিদ্দিক, পিয়াল হাসান ও তামিম আহমেদ রিয়াজ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *