‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনী রোডম্যাপ জুলাইকে অস্বীকারের নামান্তর’

টাইমস রিপোর্ট
2 Min Read

অন্য যেকোনো রোডম্যাপের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় এই দাবি জানায় দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘জাতি সংবিধান, রাজনৈতিক সংস্কৃতিসহ সামগ্রিক সংস্কারের জন্য অধীর অপেক্ষা করছে। সংস্কারের জন্য নানা কার্যক্রম হয়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সংস্কারের সকল চেষ্টাই এখন কাগুজে দলিলে পরিণত হয়েছে। মৌলিক সংস্কারের সামান্যতমও বাস্তবায়ন হয়নি। তাই অন্য যেকোনো রোডম্যাপের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে।’

দেশ থেকে ৫৪ বছরের জঞ্জাল দূর করতে, স্বৈরতন্ত্র থেকে চিরস্থায়ী মুক্তির জন্য জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেসব বিষয়ে কোনো রোডম্যাপ না দিয়ে পুরোনো বন্দোবস্তের নির্বাচনী রোডম্যাপ জুলাইকে অস্বীকার করার নামান্তর।’

গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া যায় নাই, সংবিধানে থাকা স্বৈরাচার তৈরির আইনি সুযোগ এখনো রোধ করা যায় নাই, বিগত ৫৪ বছরে চর্চিত অশুভ নির্বাচন ব্যবস্থার সংস্কার করা যায় নাই। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জাতির, আশা, আকাঙ্ক্ষা, উদ্বেগ-উৎকন্ঠাকে উপেক্ষা করে পুরোনো অশুভ রাজনৈতিক বন্দোবস্তকে জিইয়ে রাখার অপচেষ্টা ছাড়া কিছু না।’

নির্বাচন বিদ্যমান নিয়মে হবে নাকি পিআর পদ্ধতিতে হবে তা নিয়ে কোনো সুরাহা না করেই কর্মপরিকল্পনা ঘোষণার নৈতিক অধিকার নির্বাচন কমিশনের নেই বলেও মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘রোডম্যাপে যা বলা হয়েছে তা প্রায় সবই নির্বাচন কমিশনের রুটিন ওয়ার্কের অংশ। পিআর পদ্ধতিতে নির্বাচনের পদ্ধতি নিয়ে জনতার দাবির বিষয়ে আলোচনার কোনো সূচি রাখা হয় নাই। নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখও বলা হয় নাই। একটি সারবস্তুহীন স্মার্ট এই উপস্থাপনার লক্ষ্য নিয়ে আমরা সন্দিহান। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর নিয়ে যে আলোচনা তা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।’

গাজী আতাউর রহমান আরও বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন; ভালো। এখন দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যাথায় জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্যই ব্যর্থ হবে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *