পিতাকে হত্যা করে ৯৯৯ এ কন্যার কল

টাইমস রিপোর্ট
1 Min Read
সাভার মডেল থানা। ফাইল ছবি, সংগৃহীত

সাভারে পিতাকে হত্যা করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে টেলিফোন করে অভিযুক্ত ঘাতক কন্যা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ঢাকার সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় পাঁচ তলার এক বাসায় এ হত্যাকাণ্ড হয়।

নিহতের নাম আব্দুর সাত্তার (৫৬) ও অভিযুক্ত ঘাতক কন্যার নাম জান্নাত জাহান শিফা (২৩) বলে জানা গেছে। সাত্তারের গ্রামের বাড়ি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামে, তার বাবা আব্দুর রশিদ।

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ৯৯৯ ওই টেলিফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের মৃতদেহ উদ্ধার এবং অভিযুক্ত কন্যাকে আটক করে।

বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন সাংবাদিকদের জানান, ৫ মাস আগে পিতা ও কন্যা ভাড়া নিয়ে ওই বাসায় বসবাস শুরু করেন।

অভিযুক্ত ঘাতকের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০২২ সালে পিতার বিরুদ্ধে সিংড়া থানায় ধর্ষণের মামলা করেছিলেন কন্যা শিফা। মামলায় জেলখেটে বের হয়ে সাভারে আবারও কন্যা শিফার সাথে বসবাস শুরু করেন সাত্তার। তবে তখন থেকেই তাদের বনিবনা হচ্ছিল না। এর জেরে খাবারের সাথে ২০টি ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে ভোরে কুপিয়ে তাকে খুন করেন তিনি।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, অভিযুক্ত শিফার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *