জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার যদি জুলাই সনদ ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বাস্তবায়ন না করে, তবে দেশ বড় ধরনের বিপর্যয়ে পড়বে।
তিনি বলেন, ‘বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে যেতে মানুষ জীবন দেয়নি। আগের ব্যবস্থা বহাল থাকলে আবারও ফ্যাসিজম সৃষ্টি হবে।’
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার আরও বলেন, ‘পূর্বে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা থেকে বর্তমান সরকার সরে এসেছে। কোনো বিশেষ চাপের মধ্যে সরকার জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে।’
তিনি জনগণকে ধোকা না দিয়ে দ্রুত সংস্কার এবং জুলাই সনদ ও পিআর বাস্তবায়ন করে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। অন্যান্যদের মধ্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।