দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে দুর্নীতি, খুন বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে—তাদের প্রত্যাবাসনের জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এটা শুধু বর্তমান সরকারের নয়, ভবিষ্যত সরকারেরও নৈতিক দায়িত্ব যে, তারা যেন দেশের আইনের আওতায় আসে।’
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সামাজিক মাধ্যমে ছবি দেখে আমরা জানি, তারা বিদেশে আয়েশে সময় কাটাচ্ছেন। কিন্তু তারা আসলে জনগণের অর্থ আত্মসাৎ করে পালিয়েছেন। তাদের ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।’
শফিকুল আলম আরও বলেন, ‘বিদেশে থাকা অনেকেই শুধু দুর্নীতির সঙ্গে নয়, হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গেও সরাসরি জড়িত। তাদের হাতে রক্ত লেগে আছে।’
নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ইসলামপন্থি দলগুলোর আপত্তির বিষয়ে তিনি জানান, ‘প্রতিবেদনটি ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য পাঠানো হবে। কোন সুপারিশ গ্রহণ করা হবে, তা রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে।’
সরকার এখন কেবল পলাতকদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে না, বরং তাদের বিচারের মুখোমুখি করতেও দৃঢ় প্রতিজ্ঞ বলে স্পষ্ট করেন প্রেস সচিব।