এক শহরে ঘুরতে গিয়ে ভিন্ন জগতের দুটি অপরিচিত মানুষের কাছে আসার গল্প ‘অজানা শহরে’। ১১ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসের হাসিব সিদ্দিকী। ক্লোজআপ নিবেদিত ও ইন্ডি রিলস প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যটি অনলাইনে মুক্তি পেয়েছে ১৪ সেপ্টেম্বর। মুক্তির পর থেকেই নেটিজেনদের মাঝে বেশ আলোচিত হচ্ছে কাজটি।
প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শারজিল আহমেদ ও আফিয়া তাবাসসুম বর্ণ। কোন ভাবনা থেকে অজানা শহরে নির্মাণ করেছেন জানতে চাইলে পরিচালক নাসের বলেন, ‘একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে আমার ইচ্ছা ছিল সিনেমার স্বত্তাকে ব্র্যান্ডেড স্টোরিটেলিংয়ের সহজলভ্যতার সাথে মিশিয়ে দেয়া। ক্লোজআপ সবসময়ই একসাথে থাকার বার্তা উদযাপন করেছে। আর এই ছবিতে আমি চেষ্টা করেছি অরিজিনাল, আনপলিশড আর মানবিক একটি গল্প উপহার দিতে। যেখানে প্রতিটি দৃষ্টি, নীরবতা আর দ্বিধাই অনেক বেশি কিছু বলে ফেলে।’
গল্পের কলম ধরেছিলেন রাসেল মাহমুদ, সিনেমাটোগ্রাফি দিয়ে ফ্রেমিংয়ের ক্যানভাসে এঁকেছেন শেখ রাজীবুল ইসলাম। শুটিং লোকেশন ছিল শ্রীমঙ্গল।