নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে কাজ হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইমস রিপোর্ট
2 Min Read
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: টাইমস

জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

তিনি আবারও জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

শনিবার দুপুরে কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন তিনি।

অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন উপলক্ষে নয়, বরং অন্য সময়ও যাতে কোনো অস্ত্র দেশে ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তিনি জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে এবং নির্বাচনের আগে প্রায় সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আগামী নির্বাচনকে ঘিরে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা রোধে পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচন নয়, সারা বছরই অস্ত্র প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। প্রধান উপদেষ্টা যে তারিখ দিয়েছেন আমরা ওই তারিখেই নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হবে, তখন আর কোনো প্রকার বাধা কার্যকর হবে না।’

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ এবং সেখানে বসবাসরত জনগণও খুব সচেতন।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *