২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটকে জুলাইয়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ, সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী আখ্যা দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, ‘এই বাজেটে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি। এর মূল সমস্যা এতে ভুলও আছে, ভ্রান্তিও আছে। এটি সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী বাজেট।’
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২৬: অবহেলিতরা কী পেয়েছে?’ শীর্ষক এক বৈঠকে তিনি এসব কথা বলেন করেন।
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২৬: অবহেলিতরা কী পেয়েছে?’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলো ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলাপ-আলোচনার ঘাটতি ছিল বলেও মনে করেন তিনি।
এ সময় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘এবারের বাজেট নিয়ে অনেক প্রত্যাশা ছিল। এবারের বাজেট গতানুগতিক হবে না বলে ভেবেছিলাম। কিন্তু এবারও গতানুগতিক বাজেটই হয়েছে।’
আলোচনা সভায পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা জানান, বাজেটে তাদের প্রয়োজন ও অধিকারের সঠিক প্রতিফলন ঘটেনি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে এসব বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান, সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।