দ্বিতীয় লেগের আগে চ্যাম্পিয়নস লিগে দেম্বেলের ফেরা নিয়ে আশাবাদী পিএসজি

টাইমস স্পোর্টস
2 Min Read
সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগেই ফিট হয়ে ফিরবেন উসমান দেম্বেলে আত্মবিশ্বাসী প্যারিস সেন্ট জার্মেইন। ছবিঃ পিএসজি

প্যারিস সেন্ট জার্মেই আত্মবিশ্বাসী যে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগেই ফিট হয়ে ফিরবেন উসমান দেম্বেলে। আগামী বুধবার, ৭ মে, নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রাঁসে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

প্রথম লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মিকেল আর্তেতার দলের বিপক্ষে ১-০ গোলের জয় এনে দেওয়া একমাত্র গোলটি করেছিলেন ফরাসি এই উইঙ্গার। তবে সেই ম্যাচের ৭০ মিনিটেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ২-১ গোলের পরাজয়ের ম্যাচে খেলেননি দেম্বেলে।

তবে চোট নিয়ে উদ্বেগ থাকলেও, ফ্রান্সের সংবাদমাধ্যম বলছে দেম্বেলের সেরে ওঠা নিয়ে ক্লাবের মধ্যে ধীরে ধীরে বাড়ছে আত্মবিশ্বাস। শুক্রবার পিএসজি নিশ্চিত করেছে, তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। রোববার এককভাবে অনুশীলন করার পর, সোমবার তিনি দলের বাকিদের সঙ্গে পুরোদমে অনুশীলনে অংশ নেন—যা কোচ লুইস এনরিকের জন্য বড় স্বস্তির খবর।

এনরিকের অধীনে দারুণ এক মৌসুম কাটাচ্ছেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত করেছেন ৩৩ গোল, সঙ্গে ১২টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগেই তিনি করেছেন ৮ গোল এবং ৩ অ্যাসিস্ট—পিএসজির সাফল্যে যার ভূমিকা অনস্বীকার্য।

আর্সেনালের বিপক্ষে গোল ছাড়াও, লিভারপুলের বিপক্ষে নাটকীয় দ্বিতীয় লেগের ম্যাচে শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। সেই ম্যাচ অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়ায়, যেখানে ৫-১ ব্যবধানে জয় পায় পিএসজি।

এবার ফিরলে দেম্বেলের উপস্থিতি দলকে ফাইনালে জায়গা করে নিতে বড় অনুপ্রেরণা দিতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *