দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। টানা ৮ দফায় দাম বাড়ানোর পর এক দফায় কমানো হলেও এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম পুনরায় বৃদ্ধি করেছে।

শনিবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা বেড়ে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার থেকে কার্যকর হবে।

এর আগে, সর্বশেষ ১৭ সেপ্টেম্বর দেশে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর স্বর্ণের দাম মোট ৫৫ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৩৮ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং মাত্র ১৭ বার কমানো হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *