ছয় দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে জেলাভিত্তিক সমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঢাকার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড ও স্লোগানে দাবি-দাওয়াগুলো তুলে ধরেন। ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘পলিটেকনিক এক হও’ — এমন নানা স্লোগানে আন্দোলনকারীরা রয়েছেন মুখর।
এর আগেও আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ‘রাইজ ইন রেড’ কর্মসূচি, কাফনের কাপড় পরে মিছিল ও তেজগাঁওয়ের সাতরাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নিতে কর্মসূচিটি স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে আলোচনায় সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, কারিকুলাম ইংরেজি মাধ্যমে আধুনিকীকরণ, ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য ১০ম গ্রেডের পদ সংরক্ষণ, কারিগরি শিক্ষা বহির্ভূত কর্মকর্তাদের নিয়োগ বন্ধ, কারিগরি শিক্ষা সংস্কার কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
শিক্ষার্থীরা বলছেন, এসব দাবির বাস্তবায়ন ছাড়া আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না।