দিনাজপুর শহরের কালিতলা মহল্লায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডার মেরামতের সময় আগুনে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকাল পৌনে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে স্বামী-স্ত্রী ও মেকার দগ্ধ হন। গুরুতর আহতাবস্থায় মেকানিককে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মাহবুব আলম জানান, শহরের কালিতলা মহল্লার একটি বাড়িতে রান্নার গ্যাস ফুরিয়ে যাওয়ায় শনিবার দোকান থেকে যমুনা গ্যাসের একটি সিলিন্ডার কিনে পরিবর্তন করেন গৃহবধূ রুবিনা। কিন্তু সেটি চালু করতে ব্যর্থ হয়ে গ্যাস বিক্রেতাকে জানান তিনি।
পরে দোকানদার বাদশা কর্মচারি মেকার রিয়াদকে পাঠান ওই বাড়িতে। মেরামতের একপর্যায়ে হঠাৎ করে জ্বলে উঠে সিলিন্ডার। এসময় গৃহবধু রুবিনা (৪০) এবং মেকার রিয়াদের (২০) শরিরে আগুন ধরে যায়।
চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দগ্ধ হয়েছেন আরও ৬ জন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ডে আটজনকে ভর্তির তথ্য পাওয়া গেছে।
তারা হলো-গৃহবধূ রুবিনা (৪০), মেকানিক রিয়াদ (২০), মতলব (৩০), অমিছা (৪৫), শাহজাহান কবির (২০), শিরিন ইসলাম (১৩) সাজু (১৩) ও সজিব (২৫)।
দোকানমালিক বাদশা জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় তিনি কর্মচারী বাদশাকে ঢাকায় নেওয়া হয়েছে।